রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নব নির্মিত ডরমেটরী ভবন উদ্বোধন করলেন চেয়ারম্যান বৃষ কেতু চাকমা

238

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-পর্যটন শহর রাঙ্গামাটির প্রাণকেন্দ্র পাবলিক হেল্থ এলাকায় বুধবার (১৩ জুলাই) ৪ তলা বিশিষ্ট রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নব নির্মিত ডরমেটরী ভবনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দেশি-বিদেশী পর্যটকদের কথা চিন্তা করে উন্নতমানের এই ডরমেটরী নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এই ডরমেটরী ব্যবস্থাপনায় থাকবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
উদ্বোধনের সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মো: মুছা মাতব্বর, সদস্য রেমলিয়ানা পাংখোয়া এবং নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা ৪তলা ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।