নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে করোনায় আক্রান্ত হয়ে কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শিবু চাকমা মঙ্গলবার (৭জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন এবং জেলায় নতুন করে আরো ৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাঙ্গামাটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৬ জন এবং করোনায় মৃত্যুর সংখ্যা ৭জন।
বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম থেকে আসা রিপোর্টের মধ্যে নতুনভাবে ৪জন করোনায় আক্রান্ত হয় বলে নিশ্চিত করেছেন, রাঙ্গামাটি করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল।
নতুনভাবে করোনা আক্রান্তদের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলার ২জন এবং কাউখালী ১জন ও বরকল উপজেলার ১জন। করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩১ জন।
রাঙ্গামাটি জেলায় মোট কোয়ারেন্টাইন করা হয়েছে ৩৪৪৮ জনকে। তার মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ১২৩৮ জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২২১০ জন। কোয়ারেন্টাইন ছাড়পত্র পেয়েছে ৩২৪৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ১৭৪ জন। রাঙ্গামাটি থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ২৩৬৭ জনের। তার মধ্যে ২১৭৬ জনের নমুনা হাতে পাওয়া গেছে। রিপোর্ট বাকী রয়েছে ১৯১ জনের। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩৯৬জন।