বাঘাইছড়িতে কাচালং সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

743

নিজস্ব প্রতিবেদক: ‘মুজিব বর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান’ এই শ্লোগানকে ধারণ করে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দীয় সংসদের নির্দেশনায় সারাদেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাতেও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কাচালং সরকারি কলেজ ছাত্রলীগ শাখা।

আজ রবিবার (০৫ জুলাই) সকালে কাচালং সরকারি কলেজ ছাত্রলীগ শাখার উদ্যোগে ক্যাম্পাসে ও খেলার মাঠের পাশে বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়।

এসময় কাচালং সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোরশেদ তাসকিন, ছাত্রনেতা জমির হোসেন, নূর মোহাম্মদ, জাহেদ হোসেন হিমেল দাশ, জাকির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি পালন শেষে নেতৃবৃন্দরা বলেন, কেন্দ্রীয় ও জেলা কমিটির যেকোনো কর্মসূচি পালন করতে কাচালং সরকারি কলেজ ছাত্রলীগ বদ্ধপরিকর সবসময়। সংগঠনের প্রতিটি নেতাকর্মী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে গাছ লাগিয়েছে। সামনেও কেন্দ্রীয় ও জেলা কমিটি যে কর্মসূচি দিক না কেন আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে তা পালন করার চেষ্টা করবো।