বান্দরবান প্রতিনিধি – করোনায় ভাইরাসে আক্রান্ত পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপির অবস্থার উন্নতি হয়েছে। আগের থেকে তিনি এখন অনেকটাই সুস্থবোধ করছেন বলে জানা গেছে।
গত ৭জুন নমুনা টেষ্টে করোনা পজিটিভ হওয়ার পরদিন উন্নত চিকিৎসার জন্য পার্বত্যমন্ত্রী ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি ডাক্তারদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটা সুস্থ্য হয়ে উঠেছেন বলে জানিয়েছেন পার্বত্যমন্ত্রীর ছেলে রবিন বাহাদুর ।
রবিন বাহাদুর সাংবাদিকদের জানিয়েছেন- মন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার শরীরে এখন জ্বর নেই, তবে হালকা কাশি থাকলেও আগের তুলনায় অনেক কমেছে।
তিনি আরো জানান- চিকিৎসকরা কাশির ওষুধ দিয়েছেন। মুখে ও নাকে নিয়মিত গরম পানির ভাপ নেওয়া হচ্ছে। দু-একদিনের মধ্যে খাওয়ার রুচি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন চিকিৎসক।