রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়ন থেকে আসা প্রসব যন্ত্রনায় ছটপট করতে থাকা প্রসুতির প্রাণ বাঁচাল রাঙ্গামাটি সেনাবাহিনীর সদস্যরা। তবে, বাঁচানো যায়নি নবজাতককে। শুক্রবার (১ মে) দুপুরে রাঙ্গামাটি শহরে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, স্ত্রীর প্রসব যন্ত্রনা নিয়ে রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া গ্রামের বাসিন্দা ম্যারাডোনা চাকমাকে বোটে করে শিল্পকলা একাডেমী পাশ্ববর্তী ঘাটে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যেতে কোন যানবাহন না পাওয়ার কারণে ঘাটের পাশে বসে থাকতে দেখে শহরে সেনাবাহিনীর টহলরত একটি দল।
এসময় টহল কমান্ডার ক্যাপ্টেন রেজাউল করিম কারণ জিজ্ঞেস করলে ম্যারাডোনা চাকমা বলেন, তিনি তার প্রসুতি স্ত্রীকে বোটে করে নিয়ে গ্রাম থেকে নিয়ে এসেছেন। কিন্তু হাসপাতালে নেওয়ার জন্য কোন গাড়ী পাচ্ছেন না। তাৎক্ষনিক টহল কমান্ডার এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সেনা সদস্য ও পুলিশ সদস্যগণ উক্ত প্রসুতি নারীকে বোট থেকে তুলে এনে সেনা সদস্যদের নিজস্ব টহল গাড়ী খালি করে ওই গাড়ীতে তুলে দ্রুততার সাথে রাঙ্গামাটি সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করিয়ে দেন। পরে ঐ প্রসুতি মৃত বাচ্চা প্রসব করলেও প্রাণে বেঁচে যান স্ত্রী।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আ এমও ডা. শওকত আকবর জানান, হাসপাতালে নিয়ে আসার পরপরই চিকিৎসার সর্বোত্তম সেবা প্রদান করেছি। ওই প্রসুতি বর্তমানে হাসপাতালে আছেন, ভালো আছেন। তবে তিনি মৃত বাচ্চা প্রসব করেছেন।