হতদরিদ্র মানুষের দুর্দশা লাঘবে সামর্থ অনুসারে সহায়তা প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব-দীপংকর তালুকদার এমপি

370

রাঙ্গামাটিঃ-করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট দূর্যোগে অসহায়, গরীব ও দুঃস্থ জনসাধারণকে মানবিক সাহায্য প্রদান করেছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখা।
শুক্রবার (১ মে) সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এসময় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কান্তি দে, সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ প্রমুখ।
মানবিক সহায়তাকালে সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে কর্মহীন ও নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে দুর্দশা লাঘবে যার যার সামর্থ অনুসারে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছে। এতে করে কর্মহীন মানুষেরা দু’বেলা খেয়ে দিন যাপন করতে পারবে। তাই প্রয়োজন ছাড়া কেউ বাইরে ঘোরাঘুরি ঘরে থাকুন এবং নিজেও সুস্থ থাকুন, পরিবারকেও সুস্থ রাখুন। আশাকরি রাঙ্গামাটিকে করোনামুক্ত রাখতে পারবো আমরা।
এসময় প্রায় ৩শ হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।