থানচি প্রতিনিধিঃ-বান্দরবানে থানচিতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থ বাজারটি পরিদর্শণ করলেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। উপজেলা প্রশাসন ও পরিষদের যৌথ ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টা সচিব পরিদর্শনের অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থ বাজারে পরিদর্শস করেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কষ্ট্রাকশান ব্যাটালিয়ান (১৬ ইসিবি) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজ্বর রিজওয়ান আহম্মেদ, মেজ্বর মঈদুল ইসলাম, ১৬ ইসিবি এর থানচি ক্যাম্পের উপ অধিনায়ক মেজ্বর মোহাম্মদুল কিবরিয়া সাঈদ, বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম, বান্দরবানে এনএসআই উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান সাথে ছিলেন।
থানচি উপজেলা প্রশাসন ও পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল হক মৃদুল, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, ওসি তদন্ত জাহেদ নূর পরিদর্শনে সময় সম্পূর্ণ সহযোগীতা করেন। এছাড়াও থানচি বাজার ক্ষতিগ্রস্থদের পক্ষে বাজার পরিচালনা কমিটি সভাপতি স্বপন কুমার বিশ্বাস থানচি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা উপস্থিত ছিলেন।
এ সময় সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, পরিকল্পিতভাবে সরকারের সাথে সমন্বয়ের উপজেলা সদরে এক মাত্র বাজারটি ১ম শ্রেনিতে উনিতকরনসহ পাকা দোকান স্থাপন ও নির্মান করা হলে ভবিষ্যতে ভয়াবহ অগ্নিকান্ড থেকে রেহাই পাবে। অপরিকল্পিত বাজার স্থাপনের এর খেসারত দিতে হয়েছে আজ ২শত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে। এটি সম্পূর্ণ রক্ষনাবেক্ষন পর্যবেক্ষণ পরিকল্পনা স্থায়ীত্ব এবং দুর্ঘটনা চলন্ত সময়ের ফাইয়ার স্টেশনের যানবহন যাতায়াত সুবিধাসহ রাস্তা প্রস্থর করা অতীব প্রয়োজন বলেন মনে করেন তিনি। পরিদর্শণ শেষে সচিব থানচি লিটক্রে সড়কের পরিধর্শন করেন।