করোনা মুক্ত রাঙ্গামা‌টিতে প্রবেশ করছে বিদেশে থাকা ২’শ প্রবাসী, মানুষের মনে শংকা

612

রাঙ্গামাটিঃ-করোনা মুক্ত থাকা রাঙ্গামা‌টিতে এবার প্রবেশ করছে ২ শত বিদেশে থাকা প্রবাসী বাঙালী। করোনা ঝুঁকির মধ্যে এখনও পর্যন্ত রাঙ্গামাটি করোনা মুক্ত হওয়ায় বিদেশে থাকা প্রবাসী বাঙালীরা ফিরে আসা নিয়ে এলাকার মানুষের মনে শংকা দেখা দিয়েছে।
রাঙ্গামা‌টি জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ বিষয়‌টি নি‌শ্চিত করে জানান, বিশ্বের বি‌ভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো ও ভারতে চি‌কিৎসা নিতে যাওয়া এসব লোকদের ফিরিয়ে আনছে সরকার। আগামী ২২ এ‌প্রিল চট্টগ্রাম বিমানবন্দর হয়ে বিশেষ ব্যবস্থায় রাঙ্গামা‌টিতে প্রবেশ করবে বিদেশে থাকা প্রবাসী বাঙালীরা।
‌উত্তম কুমার দাশ আরো জানান, আগামী ২২ এ‌প্রিল চট্টগ্রাম বিমানবন্দর হয়ে বিশেষ ব্যবস্থায় রাঙ্গামা‌টিতে প্রবেশ করবে তারা। ঝু‌ঁকি এড়াতে ওই‌দিনই শহরের বাইরে সাপছ‌ড়ি ইউ‌নিয়নে অবস্থিত কৃ‌ষি গবেষনা ইন‌স্টি‌টিউটে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। এর সা‌র্বিক তত্ত্ববধানে থা‌কবে জেলা প্রশাসন ও সেনাব‌হিনী। এছাড়াও পু‌লিশ প্রশাসনসহ অন্যান্য প্র‌তিষ্ঠানও সহযোগিতা করবে বলেও জানান তি‌নি।
এন‌ডি‌সি উত্তম কুমার দাশ জানান, এ নিয়ে আতংকিত হওয়ার কারণ নেই। এসব প্রবাসীদের স‌র্বোচ্চ সতর্কতামুলক ব্যবস্থা গ্রহন করেছে জেলঅ প্রশাসন। কোয়ারেন্টাইন শেষে যারা সুস্থ থাকবে, শুধুমাত্র তাদেরকেই নিজ নিজ বাড়িতে যাওয়ার অনু‌ম‌তি দেয়া হবে। এ নিয়ে আতংকিত হওয়ার কোন কারণ নেই।