কাজী মোশাররফ হোসেন, কাপ্তাইঃ-কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় একটি আনসার ক্যাম্পে অবস্থানকারী ১০ আনসার সদস্যকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। ৭ এপ্রিল থেকে পরবর্তী ১৪ দিন তাঁদের কেউ ঘর থেকে বের হতে পারবেন না। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল ১০ আনসার সদস্যের হোম কোয়ারেন্টাইন হবার কথা নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার বলেন, দুই আনসার সদস্য সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জ্বরে আক্রান্ত আনসার সদস্যদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে আনসার সদস্যদের জ্বরে আক্রান্তর হবার উপসর্গ সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদার হাটে পাঠানো হয়। সেখানে যদি তাঁরা নেগেটিভ প্রমাণিত হন তবে তাদের স্বাভাবিক চিকিৎসা প্রদান করা হবে। আর পজেটিভ হলে তাঁরা কমপক্ষে ১৪ দিন লগডাউনে থাকবেন। পরীক্ষার ফল আসতে দুদিন সময় লাগবে।
তিনি আরো জানান, পরীক্ষায় পজেটিভ ফল পাওয়া গেলে লগডাউনে থাকা আনসার সদ্যদের খাওয়া সরবরাহসহ প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হবে। কাপ্তাই উপজেলার সর্বসাধারণকে সচেতন থাকার জন্য এবং প্রশাসন কর্তৃক নির্দেশনা মেনে চলার জন্য সকলের তিনি প্রতি অনুরোধ জানান।