বান্দরবানঃ-বান্দরবানে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চীন প্রবাসী এক নারীসহ পরিবারের ৫সদস্যকে বান্দরবান সদর হাসপাতালের কোয়ারেন্টাইনে আনা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে সদর উপজেলার কুহালং ইউনিয়নের গুংগুরু পাড়া থেকে তাদের বান্দরবান সদর হাসপাতালের কোয়ারেন্টাইনে ইউনিটে নিয়ে আসা হয়।
এ বিষয়ে বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা বলেন, চীনের নাইকং প্রদেশ থেকে বাংলাদেশে এসে বান্দরবানের ঢোকার সময় বান্দরবানের রেইছা চেকপোষ্টে আমরা এক চীন ফেরত নারীকে পাই, পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে আনা হয়। এসময় তাকে হোম কোয়ারেন্টাইন থাকতে বলা হলেও সে আবার ঢাকা চলে যাবে বলে হাসপাতাল থেকে বের হয়ে সদর উপজেলার কুহালং ইউনিয়নের গুংগুরু পাড়ায় নিজ বাড়ীতে চলে যায়।
পরে বুধবার (১৮ মার্চ) বিকেলে পাড়ার মধ্যে তাকে নিয়ে আতংক শুরু হলে আমরা তাকে ও তার পরিবারের ৫ সদস্যকে সদর হাসপাতালের কোয়ারেন্টাইনে ইউনিটে নিয়ে আসি, তাদেরকে আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে।