নানিয়ারচরে ৬ দোকান চুরি: নিঃস্ব দোকান মালিক

1

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙ্গামাটি নানিয়ারচর বুড়িঘাট ৮নং টিলা বাজার মার্কেটের ৬টি দোকান থেকে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) রাতে ৮নং টিলার মার্কেটের দোকান মালিক মো: হোসেন আলী, খলিলুর রহমান, আবুল কালাম আযাদ (কাইয়ুম), বাবুল হোসেন, রবিউল হোসেন, ইব্রাহিম কয়েকটি দোকান থেকে মালামাল নিয়ে গেছে বলে স্থানীয় ওয়ার্ড মেম্বার মিজানুর এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: কবির হোসেন জানান।
দোকানের মালিক হোসেন আলী এবং বাবুল বলেন, “রাত ৯টার কিছু পরে দোকান বন্ধ করে চলে যাই। সকালে এসেই দেখি দোকানটি ভেঙে টাকা এবং মালামাল নিয়ে গেছে। রাস্তার পাশে চুরির সরাঞ্জাম ঢালি রেঞ্জ এবং তালা ভাঙার সরাঞ্জম পাওয়া গেছে। এই বিষয়ে নানিয়ারচর থানায় এবং সেনা ক্যাম্পে মৌখিকভাবে জানানো হয়েছে।