দীঘিনালায় জাতীয় তথ্য অধিকার দিবসের র‌্যালী ও আলোচনা সভা

3

॥ দীঘিনালা প্রতিনিধি ॥
“ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যের প্রাপ্তির নিশ্চিতকরণ” প্রতিপাদ্যে ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে জাতীয় তথ্য অধিকার দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ এর সামনে থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা সেমনিার কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্ট্রাক্টর মো: মাঈন উদ্দিন, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মো: সোহেল রানা, উপজেলা সমাজসেবা অফিসার মো: শামসুল আলম, সাবেক ইউপি সদস্য ঝিনু রায় পোমাং। সভায় সভাপতিত্ব করেন তৃণমূল উন্নয়ন সংস্থার (ক্ষমতায়ন) প্রকল্প কর্মকর্তা শাশ্বতী দেওয়ান।
আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার একটি মৌলিক মানবাধিকার। নাগরিকদের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত হলে সরকারী কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়। ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহ জনগণের সচেতনতা বৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি করে। প্রধান অতিথি ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান তাঁর বক্তব্যে বলেন, “তথ্য অধিকার আইন জনগণের ক্ষমতায়নের অন্যতম হাতিয়ার। নাগরিকদের বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে এ আইনের প্রয়োগ সম্পর্কে সচেতন হতে হবে। পরিবেশ সংক্রান্ত তথ্য সহজলভ্য করা এখন সময়ের দাবি, কারণ টেকসই উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় এটি অপরিহার্য।”
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা বলেন,“তথ্যের স্বচ্ছতা নারীর ক্ষমতায়নেও বড় ভূমিকা রাখে। নারীরা যেন সরকারি-বেসরকারি সেবা ও পরিবেশ বিষয়ক তথ্য সহজে পেতে পারেন, সে উদ্যোগ নিতে হবে।” এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,প্রকল্পের সিনিয়র মনিটরিং অ্যান্ড লার্নিং অফিসার স্মৃতি রঞ্জন ধামাই, সহকারী প্রকল্প কর্মকর্তা পল ত্রিপুরা ও প্রীতি চাকমা, স্থানীয় এনজিও প্রতিনিধি, কমিউনিটি চেঞ্জ মেকার এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারী পুরুষ ও শিক্ষার্থী। সভায় “তথ্য অধিকার আইন ২০০৯”-এর মূল দিক নিয়ে একটি সচেতনতামূলক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।