বান্দরবান পৌরসভার সেরা পৌরকর দাতাদের সম্মাননা পুরস্কার প্রদান

12

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
“নিয়মিত পৌরকর দিন, পৌরসভার সেবা নিন” এই প্রতিপাদ্যে বান্দরবান পৌরসভার সেরা পৌরকর দাতাদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে বান্দরবান পৌরসভার আয়োজনে পৌরসভার মিলনায়তনে এই সেরা পৌরকর দাতাদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
বান্দরবান পৌরসভার প্রশাসক এস, এম, মনজুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন দিলীপ কুমার দেবনাথ, পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া সহ বিভিন্ন পৌরকর দাতা ও সংবাদকর্মীরা।
এসময় বান্দরবান পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরে সেরা পৌরকর দাতা হিসেবে ১০জন সেরা পৌরকর দাতাকে সম্মাননা স্বারক, সনদপত্র ও উপহার প্রদান করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, এই পৌর শহর আপনার শহর, এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনার আমার সবার। পৌরসভা গঠন করা হয়েছে পৌরসভার নাগরিকদের নাগরিক সুবিধা পাওয়ার জন্য। তিনি আরো বলেন, আপনাদের পৌরকরে চলে পৌরসভার কাযক্রম তাই আপনারা নিয়মিত পৌরকর পরিশোধ করবেন এবং পৌরসভার বিভিন্ন সেবা গ্রহন করবেন।