বিলাইছড়িতে ১৭জন সিনিয়র স্টাফ নার্সের যোগদান

22

॥ সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ॥
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ১৭ জন সিনিয়র স্টাফ নার্স যোগদান করেছেন।
রবিবার (৫ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্ত, প্রধান সহকারী সুইচিং মার্মা, স্বাস্থ্য পরিদর্শক উষাথোয়াই মার্মা, এবং স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মোস্তফা উপস্থিত ছিলেন।
নার্সরা হলেন-সাবিনা খাতুন, লিলুফা ইয়াসমিন, শ্রাবণী, সানজিদা আকতার, জাকিয়া সুলতানা, হেনা খাতুন, আরজু মনি, লাবণী আক্তার, রুবি আক্তার, কথিকা রানী মন্ডল, মিরা খাতুন, শিরিন শিলা, মোছা: লাইলি খাতুন, অন্তরা খাতুন, এমি তানজিনা, জুবাইদা জাহান ও মোছা: মেহেরুন নেছা মুন্নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত সাংবাদিকদের জানান, “কর্ম কমিশনের সুপারিশক্রমে পদায়ন পাওয়া এই ১৭ জন সিনিয়র স্টাফ নার্স যোগদান করেছেন। তাদের সক্রিয় অংশগ্রহণে বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।” তবে তিনি আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রয়েছি মাত্র কয়েকজন। এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয়রা মনে করছেন নার্সের সংকট পূরণ হলেও পূরণ করা দরকার ক্লিনার, অফিস সহায়ক ও ডাক্তারসহ আর-ও পর্যাপ্ত জনবল। এছাড়াও আধুনিক চিকিৎসা সরঞ্জাম এক্সরে মেশিন ও গর্ভবতী নারীর অপারেশনের সুযোগ- সুবিধা নিশ্চিত করা গেলে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পার্বত্য অঞ্চলের জন্য একটি দৃষ্টান্তমূলক স্বাস্থ্যকেন্দ্রে পরিণত হতে পারে।