দীঘিনালায় ১১ হাজার ৫শত ২৯টি স্মার্ট কার্ডের মধ্যমে টিসিবি পন্য বিক্রয়

7

॥ দীঘিনালা প্রতিনিধি ॥
টিসিবি‘র পন্য কিনে হন ধন্য প্রচারনার মাধ্যমে বিক্রি করা হচ্ছে। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ৫টি ইউনিয়নে ১১ হাজার ৫শত ২৯টি স্মার্টকার্ডধারী উপকার ভোগীদের মাঝে সুলভ মূলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি)পন্য বিক্রয় করছে সরকার এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের অনেক উপকৃত হচ্ছে।
টিসিবি পন্য নিতে এসে প্রীয়শীষ চাকমা বলেন, টিসিবি‘র মাধ্যমে সরকার ন্যার্যমূল্যে ৫কেজি চাল, ২কেজি ডাল, ২কেজি সয়াবিন তেল, ১কেজি চিনি দিচ্ছে এতে করে আমাদের মত মধ্য ও নিম্ন আয়ের মানুষের জন্য অনেক উপকার হচ্ছে।
বাজারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রন রাখার জন্য ৫কেজি চাল ১শত ৫০টাকা, ২কেজি সয়াবিন তেল ২শত টাকা, ২কেজি মসুরের ডাল ১শত ২০টাকা ও ১কেজি চিনি ৭০টাকা মোট ৫শত ৪০ টাকা একটি প্যাকেজের মাধ্যমে ৪টি পন্য বিক্রয় করা হচ্ছে।
দীঘিনালায় মেসার্স রাজ্জাক স্টোর ও মো. ইসমাইল ট্রেডার্স দূইটি ডিলারের তাদের ট্রাকসেল এর মাধ্যমে ইউনিয়ন পর্যায় গিয়ে টিসিবি‘র পন্য বিক্রি করা হচ্ছে।
ডিলার মো: আব্দুর রাজ্জাক বলেন, আমি প্রতি মাসে ট্রাকের মাধ্যমে ইউনিয়ন পর্যায় গিয়ে টিসিবি‘র পন্য সরকারি নিয়ম অনুযায়ী স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি করছি।
টিসিবি‘র পন্য নিতে এসে শামসুল হক বলেন, ন্যার্যমূল্যে চাল, ডাল তেল, চিনি কিনতে পেরে নিম্ন আয়ের মানুষের অনেক উপকার হচ্ছে।
টিসিবি‘র পন্য বিক্রিয় সম্পর্কে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান বলেন, ট্রাক সেলে মাধ্যমে উপজেলার ৫টি ইউনিয়নে ১১হাজার ৫শত ২৯টি টিসিবির স্মার্ট ফ্যামেলি কার্ডধারীদের মাঝে সুলভ মূলে ৫কেজি চাল, ২কেজি মুসুর ডাল, ২কেজি সয়াবিন তেল ও ১কেজি চিনি বিক্রি করা হয়েছে। এতে নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো অনেক উপকৃত হচ্ছে।