আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-ড. এস এম ফরহাদ হোসেন

17

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তিন দিনব্যাপী নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, আর এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী দায়িত্ব পালনের সময় প্রত্যেক সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।
তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষার মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ বদ্ধপরিকর।”
পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করে বলেন, রাঙ্গামাটি জেলা পুলিশ সদস্যরা শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আগামীতে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন।