॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেছেন, ইউপিডিএফের অস্ত্রধারী সন্ত্রাসী যারা রয়েছেন আপনাদের আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আপনাদের অনেক ছাড় দিয়েছি। আমরা এতটুকু নিশ্চিত করতে পারি-আমরা পার্বত্য চট্টগ্রামে যতদিন আছি এখানে কোন সন্ত্রাসী কার্যক্রম করতে দেয়া হবে না। যাদের মদদে আপনারা এই সব দেশ বিরোধী কাজ করছেন আপনারা সেই দেশে চলে যান।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গামাটির তবলছড়ি রক্ষা কালী মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় রাঙ্গামাটি সেনা রিজিয়নের উধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সহ সভাপতি মোঃ অলি, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ, তবলছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ কুমার, সাধারণ সম্পাদক পঙ্কজ মল্লিক টিটু, তবলছড়ি কালিমন্দির দুর্গা পুজা উৎসব কমিটির আহবায়ক রাজন লক্ষী, সদস্য সচিব রাজন নন্দী, কোষাধ্যক্ষ অনিক দে উপস্থিত ছিলেন।
রিজিয়ন কমান্ডার আরো বলেন, আমি অত্যন্ত আনন্দিত রাঙ্গামাটিতে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে দূর্গা পূজা উদযাপিত হচ্ছে। বাংলাদেশে সংস্কৃতির একটি সুন্দর দিক রয়েছে, এখানে আমরা ধর্মবর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণ ভাবে সহবস্থান করতে পছন্দ করি। এখানে কোন ভেদাভেদ নেই। সমস্যা হচ্ছে, একটি কুচক্রি মহল সব সময় আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। সম্প্রতি খাগড়াছড়ি ও গুইমারাতে যে সহিংস ঘটনা সৃষ্টি হয়েছে এটা আমাদের বিশ^াসের মধ্যে ফাটল সৃষ্টি করেছে। কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত রাঙ্গামাটিতে এই কুচক্রী মহল কোন ভেদাভেদ সৃষ্টি করতে পারেনি এবং শান্তিপূর্ণ ভাবে আমরা এই দূর্গোৎসব পালন করতে পারছি। আশা করছি ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখতে পারবো।