॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
পার্বত্য জেলা বান্দরবানে অপহরণ-চাঁদাবাজি বন্ধসহ এলাকার শান্তি শৃঙ্খলা উন্নয়নে র্যাব কাজ করছে বলে মন্তব্য করেছেন র্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্প এর কোম্পানি কমান্ডার মেজর মো: নাজমুল ইসলাম।
বুধবার (১ অক্টোবর) সকালে বান্দরবান সদরের একটি আবাসিক হোটেলের হলরুমে বান্দরবানের সাংবাদিকদের সাথে র্যাবের এক মতবিনিময় সভায় র্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্প এর কোম্পানি কমান্ডার মেজর মো: নাজমুল ইসলাম এই মন্তব্য করেন। এসময় তিনি বলেন, সমতলের চাইতে পাহাড়ে কাজ করা অনেক কষ্টের ও চ্যালেঞ্জের, তবে র্যাবের সদস্যরা অনেক কষ্ট ভোগ করে পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে। এসময় অপহরণ-চাঁদাবাজি বন্ধে সবাইকে সজাগ থাকা এবং যেকোন তথ্য র্যাবকে দিতে আহবান জানান তিনি।
এসময় তিনি আরো বলেন, র্যাব মাদক ও চোরাচালান বন্ধ করে পার্বত্য জেলা বান্দরবানের মানুষের সুন্দর সহঅবস্থানের জন্য কাজ করছে। আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে সাংবাদিকদের বিভিন্ন তথ্য দিয়ে র্যাবকে সহযোগিতার জন্য এসময় র্যাব এর কোম্পানি কমান্ডার সাংবাদিকদের আহবান জানান।
মতবিনিময় সভায় বান্দরবান প্রেসক্লাব এর সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন.এ জাকির, সাংবাদিক ইউনিয়ন বান্দরবান জেলা কমিটির সভাপতি এইচ.এম সম্রাটসহ র্যাব-১৫ এর বিভিন্ন সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।