ঐতিহ্যবাহী রাঙ্গামাটি প্রেস ক্লাবে নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহন

26

॥ নিজস্ব প্রতিবেদক ॥
ঐতিহ্যবাহী রাঙ্গামাটির প্রেস ক্লাবে নবনির্বাচিতদের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। এসময় যার যার দায়িত্ব হস্তান্তর করেন এবং দায়িত্বভার গ্রহন করেন।
বুধবার (১ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আগামী দুই বছরের জন্য রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল নবনির্বাচিত কমিটির সভাপতি আনোয়ার উল হকসহ তার সাথে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে যার যার দায়িত্ব বুঝিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত সভাপতি আনোয়ার আল-হক, সাবেক সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত সিনিয়ার সহ সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি অলি আহমেদ, নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ন সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ শংকর হোড়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক মোঃ মঈন উদ্দীন বাপ্পি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঠাগার ও প্রচার সম্পাদক মিল্টন বাহাদুর।
নির্বাহী সদস্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুপ্রিয় চাকমা, জাহেদা বেগম, উচিংছা রাখাইন কায়েস, শাহ আলম। নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর রাঙ্গামাটি প্রেস ক্লাবের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লারেব সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাবেক কোষাধ্যক্ষ পুলক চক্রবর্তী, সদস্য ফজলুর রহমান রাজন, ইয়াছিন রানা সোহেল, শফিকুর রহমান প্রমুখ।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, সকল মতের উর্ধে উঠে ক্লাবের সদস্যরা তাদের পেশাগত মান অক্ষুন্ন রাখবেন এবং জেলার উন্নয়নে কাজ করবেন।
উল্লেখ্য, রাঙ্গামাটি প্রেসক্লাবের ১৩টি পদের মধ্যে ১২টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, গত ২৪ সেপ্টেম্বর সাধারন সম্পাদক পদে ভোট হয়। এতে মোহাম্মদ ইলিয়াছ পান ১৩ ভোট এবং আলমগীর মানিক পাটোয়ারী পান ৮ ভোট।