খাগড়াছড়ি নারী ধর্ষনের বিচারের দাবিতে থানচিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

8

॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচিতে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এক আদিবাসী ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচারের দাবিতে চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির পালনকালে সেটেলার বাঙ্গালি কর্তৃক আদিবাসীদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা ও ঘরবাড়ি দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদের বান্দরবানের থানচি উপজেলা আদিবাসী ছাত্র ও যুব সমাজ সংগঠন আয়োজনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় থানচি বাজারে প্রবেশ মূখে যুব নেতা অংসিংথোয়াই মারমা সঞ্চালনায় উথোয়াইওয়াং মারমা সভাপতিত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশ পূর্বে থানচি বাস স্টেশণ প্রাঙ্গণ থেকে আদিবাসী ছাত্র ও যুব সমাজের ব্যানারে দেড় শতাধিক ছাত্র ও যুব একটি বিক্ষোফ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের বাজার প্রবেশ মূখে এসে শেষ হয়। পরে ঔ স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাবেশের প্রধান অতিথি বক্তব্য রাখেন, যুব নেতা নুমংপ্রু মারমা (টাইগার) অন্যান্যদের মধ্যে সমন্বয়ক মংমে মারমা, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক মংসাইন মারমা,বান্দরবান কলেজের ছাত্র সিংওয়াইমং মারমা, ম্রো সম্প্রদায়ের নেতা রেংহাই ম্রো, ত্রিপুরা সম্প্রদায়ের নেতা আশাবান ত্রিপুরা, নেত্রী সাবরিনা ত্রিপুরা ও সাচিংপ্রু মারমা প্রমূখ। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।