ষষ্ঠী পূজার মধ্যদিয়ে বান্দরবানে শুরু হলো শারদীয় দূর্গোৎসব

20

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
ষষ্ঠী পূজার মধ্যদিয়ে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হলো সনাতনী ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বান্দরবান জেলা সদরের সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় রাজার মাঠে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এসময় পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি রাজেশ^র দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু, কেন্দ্রীয় মন্দিরের আহ্বায়ক নিখিল কান্তি দাশ, সদস্য সচিব আনন্দ দাশসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সনাতনী ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। এসময় উদ্ধোধনী দিনে মঙ্গল প্রদীপ প্রজ্জলন শেষে ধর্মীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে ৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসব যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা যায় সেলক্ষ্যে জেলার বিভিন্ন পূজামন্ডপে ও শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য নিয়োজিত রয়েছে।
আগামী ২ অক্টোবর বিজয়া দশমীর পুস্পাঞ্জলী শেষে সাংগু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার।