রাঙ্গামাটির স্থানীয় তিন দৈনিকের কার্যালয় ঘুরে দেখলেন ডিএফপির সহকারী পরিচালক

12

॥ নিজস্ব প্রতিবেদক ॥
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)-এর সহকারী পরিচালক (নিরীক্ষা) মো. শরীফুল ইসলাম শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাঙ্গামাটির স্থানীয় দৈনিক গিরিদর্পণ পত্রিকার কার্যালয় পরিদর্শন করেছেন। এসময় তার সাথে ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের বিজ্ঞাপন নির্বাহী মো. সিদ্দিকুর রহমান।
দৈনিক গিরিদর্পণ-এর সম্পাদক ও প্রকাশক মনজু রানী গূর্খা অতিথিদের স্বাগত জানান এবং পত্রিকার প্রকাশনা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পরিদর্শনকালে ডিএফপির সহকারী পরিচালক পত্রিকার সম্পাদকীয় ও প্রকাশনা বিভাগ ঘুরে দেখেন, প্রচার সংখ্যা নিরীক্ষা করেন এবং সংবাদপত্রের সার্বিক অবস্থা নিয়ে সম্পাদকসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৈনিক গিরিদর্পণ-এর নির্বাহী সম্পাদক নন্দন দেবনাথ, বার্তা সম্পাদক মিল্টন বাহাদুর, নগর সম্পাদক মনসুর আহম্মেদ, স্টাফ রিপোর্টার উচিংছা রাখাইন কায়েস, আলোকচিত্রী শিশির দাশ বাবলা ও লিটন শীল, ম্যানেজার দীলিপ দাশসহ পত্রিকার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক গিরিদর্পণ সম্পাদকের বিশেষ সহকারী পুলক চক্রবর্তী এবং দৈনিক পার্বত্য চট্টগ্রাম-এর নির্বাহী সম্পাদক ইয়াসিন রানা সোহেল।
সভায় সম্পাদক ও প্রকাশক মনজু রানী গূর্খা বলেন, দৈনিক গিরিদর্পণ গত ৪৩ বছর ধরে পার্বত্য অঞ্চলের মানুষের মুখপত্র হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শত প্রতিকূলতা ও আর্থিক সংকট সত্ত্বেও আমরা নিয়মিত প্রকাশনা অব্যাহত রেখেছি। মরহুম চারণ সাংবাদিক একে এম মকছুদ আহমেদের হাতে গড়া এই সংবাদপত্র রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ বৃহত্তর চট্টগ্রামের পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও আমরা এই ঐতিহ্য ধরে রেখে আরো এগিয়ে যেতে চাই এবং এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
ডিএফপির সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম সম্পাদক ও সংশ্লিষ্টদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংবাদপত্রের উন্নয়ন ও পেশাগত মানোন্নয়নে নানা দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে তিনি রাঙ্গামাটির অপর দুই দৈনিক-দৈনিক রাঙামাটি ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম-এর কার্যালয়ও ঘুরে দেখেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।