॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এক বিবৃতিতে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সহিংস ঘটনায় সকলকে শান্ত ও সংযম প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার বিভাগের সদস্য জুপিটার চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহবান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষকদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বারবার ধর্ষণের ঘটনা ঘটছে এবং অপরাধীরা ঘটনা ঘটিয়ে নিরাপদে পার পেয়ে যাচ্ছে। সেজন্য পাহাড়ে এযাবৎ যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অভিযুক্ত ধর্ষকদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানিয়েছে।
একই সাথে সাম্প্রদায়িক সহিংস ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপনসহ গভীর উদ্বেগ প্রকাশ করছে। সেই সাথে অনুরুপ সহিংস সাম্প্রদায়িক ঘটনা যাহাতে পুনরাবৃত্তি না ঘটে তজ্জন্য প্রশাসনের যথাযথ সুদৃষ্টি কামনা করছে। দেশের চলমান বাস্তবতা এবং পবিত্র শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জুম্ম ও বাঙ্গালিদের মধ্যেকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উভয় পক্ষকে শান্ত, সর্বোচ্চ ধৈর্য এবং সংযম প্রদর্শন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে।