॥ মো. গোলামুর রহমান, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলায় অবহেলিত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার দুইটি প্রথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধার্থে দুটি ইঞ্জিন চালিত বোট প্রদান করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ।
দুপুরে উপজেলার মাইনী মুখ ফরেস্ট ঘাটে, জারুলবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী এবং ফরেরমুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুখ তারা চাকমার হাতে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ হতে দুটি ইঞ্জিন চালিত বোট তুলেদেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ। পরে জেলা পরিষদের পক্ষ হতে হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন শেষে, উপজেলার তিন টিলা মন্দির, শ্রী শ্রী শিব মন্দির ও রাধাকৃষ্ণ মন্দিরে দেড় লক্ষাধিক টাকার রুপালি ব্যাংকের চেক প্রদান করা হয়।
অনুদানের চেক হাতে পেয়ে তারা বলেন, জেলা পরিষদের এধরণের মহতি উদ্যোগ তাদের ধর্মীয় কাজকে সহজ করেছেন। যা প্রতিমা বিসর্জনকে উৎসবমুখর করে তুলবে।