॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
দায়সারা ভাবে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উদ্যাপন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে পার্বত্য জেলা পরিষদ ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণ গেইট থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের উত্তর গেইট হয়ে একেই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের পরিচালিত মেঘলা পর্যটন কেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের নামে একটি কর্মসূচি পালন করে জেলা প্রশাসন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বিডি ক্লিন। কর্মসূচিতে মেঘলা পর্যটন কেন্দ্র কর্তৃপক্ষ নিজেরাই ময়লা আর্বজনা এনে বিভিন্ন স্থানে ফেলে পরে অনুষ্ঠিত হয় পরিচ্ছন্ন অভিযান।
এসময় র্যালী ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান কর্মসূচি উপস্থিত ছিলেন, টুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, হোটেল রিসোর্ট অনার্স এসোসিয়েসনের সভাপতি সিরাজুল ইসলামসহ জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ ও বিডি ক্লিনের সদস্যরা।