॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে সিএনজি অটোরিক্সার রেজিষ্ট্রেশনের দাবিতে মানববন্ধন করেছে সিএনজি অটোরিক্সার চালকরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটির নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা চালকরা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এসময় নাম্বারবিহীন চালকদের মধ্যে মোঃ আবুল কাসেম, নুর মোহাম্মদ মনিরসহ ৪০ জন সিএনজি চালকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে চালকা বলেন, আমরা প্রায় ১০৫ জন অটোরিক্সা ড্রাইভার বিভিন্ন সমিতির এবং ব্যাংক লোন নিয়ে সিএনজি অটোরিক্সা ক্রয় করি। এসব সিএনজি রেজিষ্ট্রেশন করার জন্য সরকারী বিধি মোতাবেক আপনার দপ্তরে আবেদন জমা দিয়েছি, কিন্তু এখনো সিএনজি রেজিষ্ট্রেশন ব্যাপারে কোন পদক্ষেপ গ্রাহণ করা হয়নি। যার কারণে আমরা সিএনজি রেজিস্ট্রেশন ছাড়া রাস্তায় বাহির হইতে পারছি না। ফলে আমরা পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করছি এমনকি বিভিন্ন ব্যাংক ও সমিতির লোন পরিশোধ করতে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
তাই দ্রুত সময়ের মধ্যে গাড়ীর কাগজপত্র যাচাই পূর্বক আমাদের বাদ পড়া সিএনজি অটোরিক্সা দ্রুত রেজিষ্ট্রেশন/নাম্বার প্রদান, জেলা পর্যায়ে নাম্বার প্রদানের প্রক্রিয়াকে সহস ও স্বচ্ছ করাসহ ক্ষতিগ্রস্থ অটোরিক্সা মালিক ও ডাইভারদেরকে জীবন জীবিকার রক্ষায় দ্রুত কার্যক্রম গ্রহনের দাবি জানিয়ে জেলা প্রশাসনের বরাবরে স্বারক লিপি প্রদান করা হয়।