শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উপহার প্রদান

24

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে খাগড়াছড়ি সেনা রিজিয়নে উদ্দ্যেগে মঠ মন্দির কমিটির সভাপতি/সম্পাদক এর হাতে শারদীয় দুর্গাপূজার উপহার স্বরুপ নগত অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নে সম্মেলন কক্ষে ২০৩ পদাতিক বিগ্রেড ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন উদযাপিত দুর্গাপূজা মঠ, মন্দির সভাপতি/সম্পাদক এর হাতে পূজা উপহার স্বরুপ নগত অর্থ প্রদান করা হয়েছে।
এসময় তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গা উৎসব আপনারা যাহাতে সুন্দর নির্বিঘ্নে আনন্দ করে উপযাপন করতে পারেন সেদিকে আমাদের সর্বাত্ত্বক সহযোগিতা থাকবে। সাদা পোশাকে বিভিন্ন মঠ, মন্দিরে আমাদের টহল টীম থাকবে। যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। পার্বত্য এলাকাতে শান্তি শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এবং এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূসসহ বিভিন্ন মঠ মন্দিরের উদযাপন কমিটির প্রতিনিধিরা এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।