॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবানের সরই ইউনিয়নের ডলুছড়ি বাজার চৌধুরী মো. আবুল হোসেন পার্বত্য জেলা পরিষদের বাজার ফান্ডের জায়গা ও মসজিদের জায়গা সহ বিভিন্ন প্লট বিপুল অর্থের বিনিময়ে বহিরাগতদের অবৈধভাবে দখল ছেড়ে দেওয়া, বাড়ি-ঘর নির্মাণে সহায়তা করা এবং বাজার এলাকার ব্যবসায়ী ও এলাকাবাসীর উপর সীমাহীন জুলুম নির্যাতন ও দূর্নীতির দায়ে অপসারণ ও যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সোমবার) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে ডলুছড়ি বাজারের ব্যবসায়ী এবং বাজার এলাকার সর্বস্থরের জনসাধারণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ডলুছড়ি বাজার ফান্ডের বায়তুশ শরফ মসজিদের নির্ধারিত জায়গা হইতে জহির, তার স্ত্রীর কাছ থেকে ১ লক্ষ টাকার বিনিময়ে জায়গা অবৈধ দখল দেওয়া এবং বাজার ফান্ডের অনুমোদন ছাড়া দু-তলা পাকা ভবন নির্মাণে সহযোগিতা করা। বহিরাগতদের নিকট হইতে ৪/৫ লক্ষ টাকার বিনিময়ে বাজারের পল্ট বিক্রি করা। বাজার ফান্ডের নির্ধারিত চলাচলের রাস্তা বা গলি টাকার বিনিময়ে বিভিন্ন জনকে দখল ছেড়ে দেওয়া। বাজার চৌধুরীর দূর্নীতি ও সীমাহীন জুলুমের কারণে বাজার শেঠে মাছ-মাংস সহ যাবতীয় কাচাঁ বাজার অন্যত্র স্থানান্তর হওয়ার কারণে বর্তমানে বাজারটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। বক্তারা আরো বলেন, ডলুছড়ি বাজার চৌধুরীকে অপসারণ করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন ডলুছড়ি বাজারের ব্যবসায়ী নুরুল আবছার, ব্যবসায়ী আবু হানিফ, ৪নং ওয়ার্ড মেম্বার বাবুল মিয়া, বায়তুশ শরফ মসজিদের ইমাম মাওলানা আবদুর ছবুর, সভাপতি ইকবাল করিম, রেজাউল করিম সহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা।