তৃনমুল পর্যায়ে সকল সেবাদানকারি প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম ত্বরাম্বিত করতে হবে-কৃষিবিদ কাজল তালুকদার

23

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে পরিষদের এনেক্স ভবনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বলেন, তৃনমুল পর্যায়ে সকল সেবাদানকারি প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম ত্বরাম্বিত করতে হবে যাহাতে সরকারের উন্নয়ন কার্যক্রমে সহায়ক হয় এবং প্রান্তিক জনগোষ্ঠির উপকারে আসে। হস্তান্তরিত বিভাগের কার্যক্রম মাঠ পর্যায়ে লক্ষমাত্রা অনুযায়ী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা ও প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো: রিজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য দেব প্রসাদ দেওয়ান, সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, সদস্য ক্যওসিং মারমা, সদস্য এ্যাডভোকেট লুৎফুন্নেসা বেগম, সদস্য সাগরিকা রোয়াজা, সদস্য বৈশালী চাকমা, সদস্য দয়াল দাশ, সদস্য ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, সদস্য বরুন বিকাশ দেওয়ান, সদস্য নাইউ প্রু মারমা, সদস্য মো: হাবীব আজম, সদস্য মিনহাজ মুরশীদ, পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান ও হস্তান্তরিত বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।