রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

22

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে হারুন-উর-রশিদ (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের রিজার্ভবাজার চম্পানিরমার টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাত ১২টার দিকে নিজ বাড়ির বারান্দা থেকে কাপ্তাই হ্রদে ঝাঁপ দেয় হারুন-উর-রশিদ। প্রথবার হ্রদে ঝাঁপিয়ে পড়ে নিজ বাড়িতে উঠে আসলেও পরেরবার ঝাঁপ দিয়ে আর উঠে আসেনি। এরপর পরিবারের স্বজনরা অনেক খোঁজাখুজির পর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দিলে শনিবার সকালে হ্রদ থেকে হারুন-উর-রশিদের মরদেহটি উদ্ধার করা হয়। উক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলো বলে জানা গেছে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দিনগত রাত ১২টার দিকে নিজ বাড়ির বারান্দা থেকে কাপ্তাই হ্রদে ঝাঁপ দেয় হারুন-উর-রশিদ। এরপর পরিবারের স্বজনরা অনেক খোঁজাখুজির পর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দিলে শনিবার সকালে কাপ্তাই হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।