॥ নিজস্ব প্রতিবেক ॥
কাপ্তাই হ্রদের মাছ স্থানীয়রা যাতে খেতে পারে এমন ব্যবস্থা গ্রহণ করার জন্য মৎস্য ব্যবসায়ী এবং মৎস্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা: নুয়েন খীসা, পৌর প্রশাসক মোবারক হোসেন, জেলা পরিষদ সদস্য হাবিব আজম, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আছমা প্রমুখ।
জেলা প্রশাসক আরও বলেন, আমার জেলার মানুষ কাপ্তাই হ্রদের মাছ পাচ্ছে না, আমি নিজেও এই হ্রদের মাছ খেতে পারছি না। বাজারে দেখি দুর্গন্ধযুক্ত সব পুকুরের মাছ। আমি অনুরোধ জানাবো মৎস্য সংশ্লিষ্ট সকলে এই বিষয়ে অবহিত হবেন।
তিনি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জেলা পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এখানে মাছের সয়লাব হওয়ার কথা। এত মাছ কোথায় যায়। আপনারা আলোচনায় বসুন। জেলা প্রশাসন আপনাদের পাশে রয়েছে।
সভায় আসন্ন শারদীয় উৎসব যাতে সুষ্টভাবে সম্পনের পাশাপাশি রাঙ্গামাটি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোন ভাবে বিনষ্ট না হয় তার জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়। এছাড়া বাল্য বিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন বিষয়ে গুরুত্বরোপ করা হয় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায়।