কঠোর পরিশ্রম ও অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীদের তাদের সফলতা অর্জন করতে হবে-ব্রিঃ জেঃ হাসান মাহমুদ

23

॥ লিটন ভট্টচার্য্য রানা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়িতে বর্ণাঢ্য মধ্যদিয়ে ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের যৌথ উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এদুটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়র জেনারেল হাসান মাহমুদ। এসময় প্রধান অতিথি বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীদের তাদের সফলতা অর্জন করতে হবে।
এসময় খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী মুহাম্মদ আতিকুল হক ও নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলের প্রধান শিক্ষিকা রুশদীনা আখতার জাহানসহ শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নাচ, গান ও আবৃত্তি উপভোগ করেন, আগত অতিথিরা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৯জন জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি ছাত্র ছাত্রীদেরকে ক্রেস্ট ও প্রশংসাপত্র হাতে তুলে দেন, প্রধান অতিথি খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।