॥ সৌমেন দে, শহর সংবাদদাতা ॥
রাঙ্গামাটি জেলা কারাগারের সামনে পুলিশ ব্যারাকের সাথে লাগানো এবং প্রধান সড়ক সংলগ্ন মরে যাওয়া সেগুন গাছ দীর্ঘ দিন যাবৎ দাঁড়িয়ে আছে। যেকোনো সময় এই গাছটি পড়ে জানমালের ক্ষতি সাধন হতে পারে বলে পথচারীরা মনে করছেন । তাই এই গাছটি দ্রুত কেটে ফেলা দরকার বলে মনে করছেন তারা।
এব্যাপারে রাঙ্গামাটি জেলা কারাগার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, মরে যাওয়া সেগুন গাছটি কেটে ফেলার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছেন। কিন্তু এখনো ঝুঁকিপূর্ণ মরে যাওয়া সেগুন গাছ ঠাঁই দাঁড়িয়ে আছে। প্রাকৃতিক কিংবা ঝড়ের কারণে যে কোনো সময় গাছটি ভেঙ্গে পড়ে পথচারি, গাড়ি কিংবা ঘরবাড়ির ক্ষতি হতে পারে। তাই মরে যাওয়া গাছটি কেটে ফেলার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।