ব্যাতিক্রমী এক সম্মানে ভূষিত হলেন কাউখালীর বিদায়ী ২১ শিক্ষক

26

॥ কাউখালী প্রতিনিধি ॥
বিরল এক সম্মানেভূষিতহলেন রাঙ্গামাটির কাউখালীরবিদায়ী ২১ শিক্ষক। ২০০৮ সাল থেকে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষকদের জন্য ব্যাতিক্রমী এক বিদায় সংবর্ধনার আয়োজন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ আতিকুর রহমান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে অবসর প্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পর ব্যান্ড বাজিয়ে উপজেলা সদর প্রদক্ষিণ শেষে কাউখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
কাউখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এজহার মিয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, সহকারী কমিশনার ভূমি আওয়ালীন খালেক, কাউখালী সরকারি ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের তালুকদার, ঘাগড়া কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ শ্যামল মিত্র চাকমা, পোয়াপাড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক অমলেন্দু রোয়াজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিবলী সফিউল্লাসহ অবসরপ্রাপ্ত শিক্ষকরা।
প্রথমবারের মতো কাউখালী উপজেলা প্রশাসন এবং উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবার সম্মিলিত ভাবে এ আয়োজন করা হয়। সকাল থেকে ফুল দিয়ে মাইক্রো গাড়ী সাজিয়ে প্রত্যেক শিক্ষককে বাড়ী নিয়ে আসার ব্যবস্থা করে উপজেলা প্রশাসন।
এতে ২০০৮ সাল থেকে উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে বিদায় নিয়া ২১ শিক্ষককে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজন করা হয় উন্নতমানের খাবারেরও। খাবার শেষে এসব শিক্ষকদের মাইক্রোবাস যোগে পুনরায় যার যার বাড়ীতে পৌঁছে দেয়া হয়।
চাকুরী জীবনের সমাপ্তির দীর্ঘ সময় পর ইউএনও’র এমন ব্যতিক্রমী আয়োজনে আবেগ আপুলত হয়ে পড়েন সংবর্ধনা পাওয়া বায়োবৃদ্ধ শিক্ষকরা।