॥ নিজস্ব প্রতিবেদক ॥
সুশাসন অর্জন ও উন্নয়ন স্থায়ীত্বশীল করতে হলে স্বচ্ছতার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। তিনি বলেন, সরকারি-সেরকারি সকল প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করার জন্য তথ্য পাওয়ার সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে জবাবদিহিতার চর্চা বাস্তবায়ন করে দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক সেবা প্রদানের সুযোগ ও সম্ভাবনা তৈরি করার আহবান জানান তিনি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি ও টিআইবির আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন অর্জনে করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সনাক-টিআইবি রাঙ্গামাটি জেলার সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমার সভাপতিত্বে এবং টিআইবির ক্লাস্টার কো অর্ডিনেটর মো: জসিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভুইয়া, জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, জেলার প্রাক্তন শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খীসা, টিআইবির কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট কাজী শফিকুর রহমান, জেলা যুব উন্নয়নের উপ- পরিচালক মো: শাহজাহান, জেলা সমাজসেবা কর্মকর্তা মো: ওমর ফারুক, সুজনের সাধারন সম্পাদক এম জিসান বখতিয়ার, রাঙ্গামাটি প্রেস ক্লাব প্রতিনিধি সাংবাদিক মনসুর আহম্মেদ, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।
কর্মশালায় সুশাসন ও আইনের শাসন নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তথ্য চিত্র উপস্থাপন করা হয় এবং প্রাতিষ্ঠানিক সুশাসন, টেকসই অভীষ্ট পরিচিতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন।