॥ নিজস্ব প্রতিবেদক ॥
চিকিৎসকরা ঈশ্বরের কাজ করেন কারণ তারা মানুষকে সেবা দিয়ে বাঁচিয়ে তোলেন বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
রাঙ্গামাটি সিভিল সার্জন ডা: নূয়েন খীসার সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা খোকন চাকমার সঞ্চালনায় এসময় ডেপুটি সিভিল সার্জন ডা: অমিত দে, মেডিকেল অফিসার ডা: প্রতীক সেনসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা এ বৈঠকে অংশ নেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার আরো বলেন, আপনার যারা বিভিন্ন দুর্গম এলাকায় চাকরী করেন এবং মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখেন, আপনাদের অনেক ত্যাগ-তিতিক্ষা স্বীকার করতে হয়। মনে রাখবেন আপনারা মহান পেশায় নিয়োজিত রয়েছেন।
সভা শেষে পরবর্তী অতিথিবৃন্দরদের নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। এরপর অতিথিবৃন্দ নবনির্মিত ভবনের বিভিন্ন দিক পরিদর্শন করেন।