থানচিতে বিনামূল্যে গৃহপালিত প্রানির ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

19

॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পাহাড়ে কয়েকটি গ্রামে দেড় শতাধিক পরিবারের গৃহ পালিত প্রাণীর হাঁস-মুরগি, গরু-ছাগল ইত্যাদি বিনা মূল্যের গবাধি পশু টিকা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১০ সেপ্টেম্বর দিন ব্যাপী থানচি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ইয়াংরেসে পাড়া, কলাই ম্রো পাড়া, রইহিন ম্রো পাড়া সহ কয়েকটি পাহাড়ী গ্রামের এর আওতায় আনা হয়।
আন্তর্জাতিক সেবা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নের বলিপাড়া নারী কল্যান সমিতি (বিকেএস) এর এইচটি অঞ্চলে স্থিতিস্থাপক জীবিকার জন্য অংশীদারিত্ব (পিআরআই) প্রকল্পের আওতায় এ পদক্ষেপ গ্রহন করা হয়।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে উপ-সহকারী কর্মকর্তা মেনসিং ম্রো, বিএনকেএস পিআরএলসি প্রকল্পের সদর ইউনিয়নে অর্গানাইজার সাঅংসিং মারমা, সিএনএসপি উক্যহ্লা মারমা, সিএম শৈমেসাইন মারমা, মথি ত্রিপুরাসহ তিন গ্রামের কারবারী গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।