॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বান্দরবানের বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ মধু পূর্ণিমা উদ্যাপিত হলো।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বৌদ্ধ ধর্মালম্বীরা বৌদ্ধ বিহারে বিহারে গিয়ে পঞ্চশীল গ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পঞ্চশীল গ্রহনের পর বিহারে ভগবান বুদ্ধের উদেশ্যে পূণ্যার্থিরা মধু, মধু মিশ্রিত পায়েশ, বিভিন্ন জাতের ফল ও ছোয়াইং (আহার) দান করেন।
এসময় রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ কেতু মহাথের, উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের উপস্থিত থেকে পঞ্চশীল প্রদান, ধর্মীয় দেশনা ও মধু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরেন।
এরপর বিকালে বৌদ্ধধর্মালম্বীরা বৌদ্ধ বিহারে গিয়ে গুরু ভান্তের ধর্মদেশনা শ্রবন ও প্রদীপ জ¦ালিয়ে নিজের পরিবার, পিতা-মাতা, গুরুজন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় হাজার প্রদীপ প্রজ্জলন করে প্রার্থনায় সমবেত হবেন।
বৌদ্ধ ধর্মালম্বীদের বিশ^াস, গৌতম বুদ্ধ পারিলেয়া বনে বর্ষাবাস পালনের সময় একাচারি হস্তি প্রতিদিন ভগবান বুদ্ধকে নানান জাতের ফল ও ফুল দিয়ে সেবা করতে দেখে ঐবনের এক বানর বুদ্ধের প্রতি ভক্তি জাগে এবং বনের মৌচাক থেকে মধু সংগ্রহ করে বুদ্ধকে দান করেন। এই দিনটিকে স্মরন করে ভাদ্র মাসের এই পূর্ণিমা তিথিকে অত্যন্ত পবিত্রমনে যথাযথ ধমীয় মর্যাদায় বৌদ্ধ ধর্মালম্বীরা মধু পূর্ণিমা হিসাবে পালন করে আসছে।