থানচি উপজেলার ২৭টি বৌদ্ধ বিহারে ঐতিহ্যবাহী ধর্মীয় উদসব মধু পূর্ণিমা উদযাপিত

28

॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ মধু পূর্ণিমা ধর্মীয় উৎসবটি ২৭টি বৌদ্ধ বিহারের পৃথকভাবে উদযাপন সম্পন্ন হয়েছে। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে প্রতিবছরে ন্যায় এ বছরে ও অনুষ্ঠিত হয় মধু পূর্ণিমা অনুষ্ঠান।
শনিবার (৬ সেপ্টেম্বর ২৫) সকালে এলাকার ঘুরে দেখা গেছে, থানচি হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, মৈত্রি শিশু সদন বৌদ্ধ বিহার, বলিপাড়া পাড়া বৌদ্ধসহ প্রতিটি বৌদ্ধ বিহারগুলোতে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই দিনটি গৌতম বুদ্ধের উদ্দেশ্যে ভক্তি নিবেদন ও মধু দানের মাধ্যমে উদযাপন করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজন ও পূজাঅর্য্য নিয়ে মহান সংঘদান, পিন্ডদান এবং বিভিন্ন দানীয় বস্তু নিয়ে বৌদ্ধ ভিক্ষুসংঘকে মধু ও অন্যান্য জুমের উদপাদিত নতুন ফলমূল দান করা হয়। বৌদ্ধ বিহারে সমবেত হয়ে প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। এতে সকলের সমাবেত হয়ে ভিক্ষুসংঘ নিকট থেকে পঞ্চশীল গ্রহণ, অষ্টশীল গ্রহণ এবং হাজারো প্রদ্বীপ জালিয়ে দেশে শান্তির কামনার্থে প্রার্থনা করা হয়। বৌদ্ধ ভিক্ষু নিকট থেকে ধর্মদেশনা বানর কর্তৃক মৌচাক থেকে মধু সংগ্রহ করে বুদ্ধকে দান করার ঐতিহাসিক ঘটনার স্মরণে ধর্মের ইতিহাসে ভাদ্র পূর্ণিমা একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বুদ্ধের মুখ নিশ্রীত বাণী শ্রবণ করেন।
মধু পূর্ণিমা বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব ও বৌদ্ধ ইতিহাসে একটি ঐতিহাসিক এবং তাৎপর্যময় দিন। এই উৎসবটি বৌদ্ধদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত করা হয়।