॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাবিপ্রবি’র প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে উক্ত সভার সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৭ম সভায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অত্যাবশ্যকীয় কিছু নীতিমালা এ সভায় উপস্থাপন করা হয়।
সভায় ষষ্ঠ সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। উত্থাপিত নীতিমালগুলো হলো: সম্মানী/অধিকাল ভাতার হার নির্ধারণ সংক্রান্ত নীতিমালা (সংশোধিত)-২০২৫; পেটিক্যাশ নীতিমালা-২০২৫; অবসর ভাতা ও আনুতোষিক সংবিধি নীতিমালা-২০২৫; রিজার্ভ ফান্ড ব্যবহার নীতিমালা-২০২৫; মাসিক দায়িত্ব ভাতা নীতিমালা-২০২৫; চিকিৎসা ঋণ প্রদান নীতিমালা-২০২৫; বিশ্ববিদ্যালয়ের পরিবহন নীতিমালা (সংশোধিত) -২০২৫ এবং আর্থিক ক্ষমতা (সিগনেটরি) অনুমোদন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় সংশোধন পূর্বক নীতিমালাসমূহ অনুমোদন প্রদান করা হয়।
সভায় অর্থ কমিটির সদস্য হিসেবে রাবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য ও রিস্টেক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাইদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জুনাইদ কবির উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বাজেট অধিশাখা) ও রাবিপ্রবি অর্থ কমিটির সদস্য ড. মোর্শেদা আক্তার অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন। এছাড়াও অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক এস. এম. রেজাউর রহমান ও সহকারী পরিচালক রাসকিন চাকমাসহ হিসাব দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।