রাঙ্গামাটিস্থ ভেদভেদি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমে লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৫ তম আবির্ভাব তিথি উদযাপন

11

॥ নিজস্ব প্রতিবেদক ॥
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৫তম আবির্ভাব তিথি উপলক্ষে ২ দিনের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাঙ্গামাটিস্থ ভেদভেদি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমে শেষ হয়েছে।
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমে ৩ সেপ্টেম্বরে রাতে অধিবাস কর্তীণের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উষালগ্নে মঙ্গলারতি ও নাম সংকর্তীন। সকাল সাড়ে ৮টায় বাবার পূজা, সকাল সাড়ে ৯টায় বাল্যভোগ নিবেদন করা হয়। সকাল ১০টায় বিশ^শান্তি শ্রী শ্রী গীতা পাঠের মধ্যে দিয়ে বাবার আরাধনা করা হয়। দুপুর ১২টা ৪৫ মিনিটে শ্রী শ্রী নারায়ন দেবের ভোগ নিবেদন।
দুপুর ১ টা ৪৫ মিনিটে আনন্দধামে প্রসাদ বিতরণ করা হয়। বিকাল ৪ টায় রাজ ভোগ নিবেদন, ৪টা ১০ মিনিটে ধর্মীয় সংগীতানুষ্ঠান, বিকাল ৪ টা ৪৫ মিনিটে দীন দরিদ্র অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ, সন্ধ্যা ৭টায় শীতল ভোগ নিবেদন ও নাম সংকীর্তন। রাত ৮টায় অনুষ্ঠানের পূর্ণাহুতি। অনুষ্ঠানে রাঙ্গামাটি শহরের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার ভক্তনুরাগী লোকনাথ বাবার অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
বিকালে সমাপনী বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভেদভেদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমের আহবায়ক কমিটির আহবায়ক আশীষ দের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা পুজা উদযাপন পরিষদের রাঙ্গামাটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কান্তি মহাজন।
এ সময় বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য সচিব নিখিল কান্তি দে, সদস্য সুব্রত দে, সদস্য নন্দন দেবনাথ, সদস্য অজিত শীল, সদস্য পুলক শীল বক্তব্য রাখেন। পরে দীন দরিদ্রদের মধ্যে বস্ত্র তুলে দেন অতিথিরা।
সব শেষে রাঙ্গামাটির বিশিষ্ট গীতা পাঠক উত্তম আশ্চর্যের পরিবেশনায় গীতাপাঠ ও ধর্মীয় সংগীতা পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয়।
উল্লেখ, ত্রিকালদর্শী, জাতিস্মর এবং প্রকৃত ব্রহ্মজ্ঞানী মুক্তপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী। শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব তিথি ও পূজা আজ। ১১৩৮ বঙ্গাব্দের ১৮ই ভাদ্র কৃষ্ণা অষ্টমী তিথিতে ভারতের উত্তর চবিবশ পরগণা জেলার চাকলা গ্রামে আবির্ভূত হয়েছিলেন তিনি।