॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত এই ক্ষতিপূরণ বাবদ সহায়তা প্রদান করা হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিহত ও আহতদের পরিবারের হাতে মঞ্জুরীকৃত চেক হস্তান্তর করা হয়।
সড়ক দূর্ঘটনায় আহত মুনতাহা আক্তার শারীরিক চিকিৎসার জন্য ১ লক্ষ্য টাকা ও নিহত সুশান্ত চাকমার স্ত্রী সুজন্তা চাকমাকে ৫ লক্ষ্য টাকার চেক দেওয়া হয়।
এই চেক বিতরণের আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), খাগড়াছড়ি সার্কেল। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
জেলা প্রশাসক বলেন, সড়কে আহত এবং নিহত ব্যাক্তিদের যে সহায়তা দেওয়া হচ্ছে সত্যি তা প্রশংসার দাবিদার। এই সেবা চালু থাকলে সাধারণ মানুষ সুবিধা পাবে। সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি রোধে সচেতনতা বৃদ্ধি, নিয়ম মেনে গাড়ি চালনা এবং সড়ক আইন যথাযথভাবে মানার কোনো বিকল্প নেই। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারের এ ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রুমানা আক্তার, খাগড়াছড়ি বিআরটিএ এর সহকারী পরিচালক মোহাম্মদ মুছা।
সড়কে আহত মুনতাহা আক্তার বলেন, আমি মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অনেক কস্ট পেয়েছি। আমার অনেক টাকা খরচ হয়েছে। এখন যে চেক পেয়েছি সেই টাকা দিয়ে আমার চিকিৎসা করতে পারবো। আমার অনেক উপকার হবে এই টাকা দিয়ে।
নিহত সুশান্ত চাকমার স্ত্রী সুজন্তা চাকমা বলেন, আমার স্বামী পানছড়িতে সড়ক দূর্ঘটনায় মারা গেছে। আমরা এতে অনেক ক্ষতির মুখে পড়েছি। আমাদের চলতে খুব কস্ট হচ্ছিল। এখন যে চেক দিয়েছে ট্রাস্টি বোর্ড এতে আমাদের পরিবারের অনেক উপকার হবে। আমার পরিবারের পক্ষ থেকে খাগড়াছড়ি বিআরটিএ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সহযোগিতায় আজকের এই চেক পেয়েছি।
বিআরটিএ খাগড়াছড়ি সার্কেল এর সহকারী পরিচালক মোহাম্মদ মুছা বলেন, আমাদের নতুন নিয়ম অনুসারে যে এলাকায় সড়ক দুর্ঘটনা হয়ে সেই সার্কেলের মাধ্যমে আবেদন করতে হয় আমাদের ট্রাস্টি বোর্ডে। তারপর আমরা নিয়ম অনুসারে আহত এবং নিহত পরিবারের মাঝে অনুদানের চেক হস্তান্তর করি। আমরা চাই যারা সড়কে সবসময় চলাচল করেন তারা যেনো নিয়ম মেনে চলে। তাহলে সড়কে দুর্ঘটনা কমে যাবে।
অনুষ্ঠানে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা এই সহায়তা পেয়ে বিআরটিএ খাগড়াছড়ি সার্কেল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান।