॥ নিজস্ব প্রতিবেদক ॥
সততা-নীতি-নৈতিকতা, দেশপ্রেম এবং আদর্শবান মানুষ হওয়ার মূল ভিত্তি সুশিক্ষা বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। তিনি বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। তাই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় সাধন করে একটি মানসম্পন্ন্ন শিক্ষার প্রক্রিয়া গড়ে তোলা আহবান জানান তিনি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি শহীদ আব্দুল আলী একাডেমির আয়োজনে শহীদ আব্দুল আলী একাডেমির মিলনায়তনে মান সম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ত্রিপক্ষীয় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জোবাইদা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আছমা, শহীদ আব্দুল আলী একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শহীদ আব্দুল আলী একাডেমির অভিভাবক সদস্য জসীম উদ্দিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মৈত্রী রায়সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের সামগ্রিক বিকাশে অভিভাবকদের ভূমিকা নিয়েও আলোচনা করেন বক্তারা।