॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়ি মৎস্য অধিপ্তদরাধীন রাজাস্ব খাতে আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে সরকারি কর্মসূচীর কার্যক্রম হিসেবে রোয়াংছড়ি মৎস্য কর্মকর্তা কার্যালয় উদ্যোগে ১৮টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ২৫২ কেজি উন্নত জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকালে রোয়াংছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান কাউছার প্রধান অতিথি উপস্থিত থেকে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, রোয়াংছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন দেওয়ান, উপজেলা প্রানীসম্প কর্মকর্তা ডা: মেহেদী জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল আহমেদ, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ক্ষেত্র সহকারী মোহন কান্তি দাশ গুপ্ত প্রমুখ।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, রোয়াংছড়ি উপজেলা পরিষদ পুকুর, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় পুকুর, রোয়াংছড়ি থানা পুকুর, রোয়াংছড়ি পাড়া সমিতির পুকুর, রোয়াংছড়ি শ্যামা মন্দীর পুকুরসহ জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান কাউছার বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ১৮টি প্রাতিষ্ঠানিক পুকুরে ২৫২ কেজি বিভিন্ন জাাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।