বান্দরবান জেলার ১৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাবে মাল্টিমিডিয়া-ক্লাস করার সুযোগ

47

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবানে মানসম্পন্ন শিক্ষার মান উন্নয়নে জেলার ১৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া উপকরন বিতরন করা হয়েছে।
বুধবার (২০ আগষ্ট) সকালে ইউএনডিপি এর অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হলরুমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে এই মাল্টিমিডিয়া উপকরন বিতরন করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মমতা আফরিন, জেলা শিক্ষা কর্মকর্তা আবু ছালেহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ইম্পলিমেন্টেশন এনালিস্ট খুশীরায় ত্রিপুরা, জেন্ডার এন্ড কমিউনিটি কোহেশান এনালিস্ট ঝুমা দেওয়ান, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়ন প্রকল্পের ডিস্ট্রিক্ট অফিসার সিং ম্যা প্রু, ইউএনডিপি এর ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার যোগেশ প্রধানসহ এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়ন প্রকল্পের ডিস্ট্রিক্ট অফিসার সিং ম্যা প্রু জানান, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে মেয়ে এবং কিশোরী মেয়েদের জন্য বিশেষ করে বিশেষভাবে সক্ষম সহ জাতিগত সংখ্যালঘুদের জন্য উন্নত, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং মানসম্পন্ন শিক্ষার মান উন্নয়নের জন্য এই মাল্টিমিডিয়া উপকরন বিতরন শুরু হয়েছে, আর এই মাল্টিমিডিয়া উপকরন পেলে পাহাড়ের শিক্ষার্থীরা আরো এগিয়ে যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর ইউএনডিপি এর অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বান্দরবান জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের উপকরন বিতরণ করায় ইউএনডিপি এর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপকরণগুলো সঠিকভাবে ব্যবহার করার জন্য শিক্ষকদের প্রতি নির্দেশনা দেন।
আয়োজকেরা জানান, বান্দরবানে মানসম্পন্ন শিক্ষার মান উন্নয়নে ইউএনডিপি এর অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বান্দরবান জেলার ১৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া-ক্লাসরুম (এমএমসি) পরিচালনার জন্য প্রথম পর্যায়ে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে একটি টেলিভিশন, একটি টেবিল, একটি কিবোর্ড-মাউস, মাল্টিপ্লাস, একটি সোলার প্যানেল ও ব্যাটারিসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরো ১৪০টি শিক্ষা প্রতিষ্টানে এই মাল্টিমিডিয়া উপকরন বিতরন করা হবে।