বাঘাইছড়িতে সাড়ে ৩ লক্ষ টাকার অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি

58

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে ২ কাটুন বিদেশী ঙজওঝ সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
বুধবার (২০ আগস্ট) সকালে মারিশ্যা জোনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলেন, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার উগলছড়ি নামক এলাকায় সুবেদার মোঃ মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে একটি টহল দল পরিত্যক্ত অবস্থায় ২ কাটুন বিদেশী ঙজওঝ সিগারেট উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে কার্টুনগুলো খুলে ১হাজার ৯৪০ প্যাকেট বিদেশী ঙজওঝ ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। যার সিজার মূল্য-৩ লক্ষ ৮৮ হাজার টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানের কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।