দেশের সকল নারীদের প্রতি সহিংসতা বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আহ্বান

48

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
দেশের সকল নারীদের প্রতি সহিংসতা বন্ধের পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।
বুধবার (২০ আগস্ট) সকালে ডিয়াকোনিয়া বাংলাদেশ এর সহযোগিতায় ও বিএনকেএস এর আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে নারীর প্রতি সহিংসতা রোধে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সুশীল সমাজের নাগরিকদের ভুমিকা শীর্ষক সংলাপ সভায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এই আহ্বান জানান।
তিনি আরো বলেন, নারীরা দেশের বোঝা নয়, পুরুষদের সাথে সমানভাবে তাল মিলিয়ে নারীরাও এখন এগিয়ে যাচ্ছে। কিন্তু নারীরা নিজের অধিকার নিয়ে কথা বলতে গেলে নানা সমস্যা সম্মুখীনের মুখোমুখি পড়তে হয়। তাই সরকারের উচিত প্রতিটি নারীদের স্বাধীনতা প্রধান্য দেয়ার পাশাপাশি আইনগতভাবে নারীদের অধিকার দেওয়া।
সংলাপ সভায় বিএনকেএস এর আয়োজনে জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা, দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, বিএনকেএস এর সভানেত্রী নেমকিম বম, উপ নির্বাহী পরিচালক উবানু মারমা, ট্রেইনিং অফিসার পারমিতা চাকমা, ফিল্ড অর্গানাইজার উমে খ্যাই মারমা সহ বিভিন্ন নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।