॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলার “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউর রহমানের নামে প্রথমবারের মতো উপজেলা মাল্টিপারপাশ হল রুম প্রাঙ্গনের বৃক্ষ রোপন করলেন উপজেলার কৃষক দল।
শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৩টা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উপজেলা শাখার আয়োজনে এ বৃক্ষ রোপন কর্মসূচী শুভ উদ্বোধন করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা বিএনপি আহবায়ক খামলাই ম্রো।
কৃষক দলের সভাপতি ও আহবায়ক মংসাগ্য মারমা জানান, মাল্টিপারপাশ হল রুম প্রাঙ্গন ছাড়াও থানচি বাজারের আশপাশে বিভিন্ন স্থানের “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি,র সহ-সভাপতি ক্যসাউ হেডম্যান, কৃষক দলের আহবায়ক মংসাইগ্য মারমা সিনিয়র আহবায়ক নেয়াজুর রহমান, সদস্য সচীব বিজয় ত্রিপুরা, বিএনপি সদস্য আবু সামাদ, সদর ইউনিয়নের সভাপতি আবু নোমান ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী সমর্থক স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।