জুলাই পদযাত্রায় আগামীকাল রাঙ্গামাটি আচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, সকল প্রস্তুতি সম্পন্ন

25

॥ নিজস্ব প্রতিবেদক ॥
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী ‘দেশ গড়তে, জুলাই পদযাত্রা’-র অংশ হিসেবে রবিবার (২০ জুলাই) সকাল ১১টায় রাঙ্গামাটিতে পথসভায় যোগ দেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। রাঙ্গামাটির ঘাগড়া থেকে শুরু হয়ে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রাটি শহরের শিল্পকলা রোড হয়ে বনরূপা পাম্প চত্বরে গিয়ে শেষ হবে এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হবে।
পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করবেন। পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা শহরে গণসংযোগ করবেন।
জাতীয় নাগরিক পার্টির রাঙ্গামাটি প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা জানান, জুলাই পদযাত্রা সফল করতে রাঙ্গামাটির দশ উপজেলার পার্টির সংগঠকরা নিরলসভাবে কাজ করছেন। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির কর্মী-সমর্থকসহ রাঙ্গামাটির আপামর পাহাড়ি-বাঙালি মানুষ জুলাইয়ের বীর যোদ্ধাদের স্বাগত জানাতে প্রস্তুত।
বিপিন জ্যোতি চাকমা, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি, রাঙ্গামাটি জেলা বলেন,
সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। বনরূপায় পেট্রোল পাম্পের পাশে অস্থায়ী মঞ্চে পথসভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। পথসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি।
উজ্জ্বল চাকমা, যুগ্ম সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাঙ্গামাটি বলেন, পাহাড়ি-বাঙালির সমন্বয়ে বিশাল একটা জনসমাগম হবে। আমাদের চিন্তা-চেতনা হচ্ছে একটি অসাম্প্রদায়িক প্ল্যাটফর্মে অসাম্প্রদায়িক রাজনীতি। এটা নতুন একটা রাজনৈতিক দল, নতুন একটা বন্দোবস্ত। কারণ দেশের ৬৪ জেলার মধ্যে তিন পার্বত্য এলাকার প্রেক্ষাপট আলাদা। তাই আমাদের চিন্তা হলো-আমরা অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল নিয়ে পাহাড়ি-বাঙালি মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই।
জাকির হোসেন চৌধুরী, যুগ্ম সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাঙ্গামাটি বলেন, পদযাত্রা কর্মসূচি সফল করতে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন মানুষ স্ব উদ্যোগে, স্বপ্রণোদিত হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, কার্যক্রমকে অনুসরণ করছেন। আমরা আশা করছি আমরা একটা ভালো ফলাফল পাবো।