॥ শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ॥
শীর্ষ সন্ত্রাসী শাহীনুর রহমান শাহীনের অন্যতম সহযোগী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১২জুন) বিকেলে র্যাব ১৫ কক্সবাজারের একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গর্জনিয়ার থোয়াংগেরকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক শাহজাহান মনির গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম ওই এলাকার মো: ইসলাম ও জরিনা খাতুনের ছেলে। জাহাঙ্গীর গর্জনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন। পাশাপাশি শীর্ষ সন্ত্রাসী শাহীনের অন্যতম সহযোগী হিসাবে সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে লিপ্ত ছিলেন। এর আগেও জাহাঙ্গীর একাধিকবার জেল কেটেছে। সর্বশেষ জেল থেকে বের হলে স্বেচ্ছাসেবক দলের বহর নিয়ে গর্জনিয়ায় প্রবেশ করে। এর পর আবারও অপকর্মে জড়িয়ে পড়ে।